Posts

Image
লক ডাউন  মধ্যবর্তী  ও পরবর্তীকালে কি  হবে মধ্যবিত্ত  বিশেষভাবে নিম্ন মধ্যবিত্তদের ?  -প্রদীপ কুমার রায়।  পিকচার সোর্স : ফেসবুক  সরকারী কর্মচারী ছাড়া প্রায় সবারই রোজগার বন্ধ হয়ে আছে। বড়লোকদের তো একবছর লক ডাউন  থাকলেও সমস্যা হবে না। নিম্ন শ্রেণীর লোকেরাও সরকারি সুবিধা পাচ্ছে । তারা বিনা মূল্যে চাল ,গম বা আটা  বর্তমান ঘোষণা  অনুযায়ী আগামী ছয় মাস পর্যন্ত পাবে এবং পরবর্তী কালে আবারো নির্ণয় নেওয়া হবে।  কিন্তু এই সময় মধ্যবিত্ত শ্রেণী বা বিশেষ করে নিম্ন  মধ্যবিত্ত শ্রেণী যারা কোন মতে সংসার চালায়, তাদেরই বেশি সমস্যা দেখা দেবে। এই লোকগুলো বেশির ভাগটাই সরকারি সুবিধা থেকে বঞ্চিত। মদ্যবিত্তদের একটা গুন আছে , নিজেদের শত কষ্ট হলেও লজ্জায় কারো কাছে মুখ খুলবে না। তাই দেওয়ালে পিঠটা মধ্যবিত্তদেরই ঠেকেছে।  নিম্ন মধ্যবিত্ত, যারা একটু স্বাভিমান নিয়ে কষ্টের মধ্যে দিয়ে জীবন নির্বাহ করে, তাঁরা   চাইতে বড়ই লজ্জিত বোধ করে  , কেননা সমাজের চোখে তাদের  ভেতরের কষ্টটা বুঝতে পারার ক্ষমতা খুবই কম।  তাঁদের   শত কষ্টের মধ্যেও নিজেদের সামলে রাখার একটা প্রবণতা আছে।  এই মূহুর্তে ধনী এবং গরীবের চেয়েও বেশী কষ্টে পড়