করোনার প্রেক্ষিতে সনাতনী আচার যা অসম্ভব রকমের বিজ্ঞানভিত্তিক অভ্যাস ।

ইমেজ ক্রেডিটঃ ফেসবুক আজ থেকে বেশ কিছু দশক পিছিয়ে গেলে , যখন ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি , তখন বেশিরভাগ সময়ই মৃত্যুর কারন ছিল জীবাণু সংক্রমণ। সেটা ব্যাকটিরিয়া বা ভাইরাস যা কিছু হতে পারে। সেটাকে আটকাতে , তখন থেকে যে সনাতনী আচার চলে এসেছে তা ছিল অসম্ভব রকমের বিজ্ঞানভিত্তিক প্র্যাকটিস। ১ . মৃত দেহ পুড়িয়ে ফেলা। সাথে ব্যক্তির লেপ তোষক , ব্যবহার করা পোশাকের। জীবাণু সংক্রমণের চান্স কমিয়ে ফেলা। ২ . অশৌচ। বাড়ীর লোকজনকে আলাদা করে রাখা। এমন খাবার খেতে হয় , যেটার জন্য বাজারে যাবার প্রয়োজন নেই। ভাত , চিড়ে , ঘী , দই এইসব। ৩ . মালসায় রান্না , কলাপাতায় ভোজন। বাসন মজার দরকার নেই। বাজার ও পুকুর থেকে দূরত্ব রাখা। ৪ . চুল দড়ি না কাটা। তখন সেফটি রেজর ছিল না। নাপিতের দোকান থেকে দূরে রাখা যেন দোকানের ক্ষুর বা কাঁচি থেকে জীবাণু না ছড়ায়। ইমেজ ক্রেডিটঃ ফেসবুক ৫ . লোকে বাড়ীতে এসে ভুজ্যি দিয়ে যেত। যেন বাজারে ...