করোনার উল্টোপূরাণ -কোভিড ১৯ পরবর্তী এক নতুন পৃথিবী

করোনার উল্টোপূরাণ - শ্রী প্রদীপ কুমার রায়। ইমেজ ক্রেডিট- ফেসবুক এই লেখনীটির ইংরাজী সংস্করণ দেখতে এখানে ক্লিক করুণ এই লেখনীটির হিন্দী সংস্করণ দেখতে এখানে ক্লিক করুণ আমার ওয়েবসাইটে যেতে এখন ক্লিক করুণ করোনা এসে প্রকৃত শিক্ষিত ও অশিক্ষিত দুইয়ের মধ্যে প্রভেদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যখন শপিং মল এর ফুড জোন, ই কমার্স সংস্থাগুলি খাদ্যসামগ্রীর জোগান দিচ্ছে না, প্রাণ ভয়ে,লোকবলের অভাবে, তখন পাড়ার মুদির দোকান , যেমন আমাদের ঘোঁতন রাত এগারোটা- বারোটা পর্যন্ত জেগে জিনিসপত্র দিচ্ছে। সে তথাকথিত উচ্চ শিক্ষিত মানুষ নয়, কিন্তু বিবেচক, প্রতি বাড়ি পিছু দুই কিলো আলু, একটা দুধের প্যাকেট বরাদ্দ, কারন সবার এখন প্রয়োজন। অক্সফোর্ড ফেরত আমলা মায়ের পশ্চাতপক্ক ছেলে নয়, যে সকলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। চেনা ছকের বাইরে গিয়ে চির প্রতিদ্বন্দ্বী শাশুড়ি ও বৌমা কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, ত...